প্রথম পাতা » কবিতা » তবুও শরত

তবুও শরত

আজকের শহুরে আকাশটা হতে পারতো সুনীল।
আর তার বুক জুড়ে ভেসে বেড়ানো মেঘগুলো?
হতে পারতো সেগুলো সাদা;
যেমনটা থাকার কথা এই শরতে।
আজকে আমার শহরে বায়ুমণ্ডলের ওপারের আকাশটা
আমার চোখে যেমন নীল নয়,
মেঘগুলোও তেমনি সাদা নয়।

শরত আসতো আমার শৈশবের গ্রামে, তার
কুয়াশাভেজা শূন্যতা ছড়ানো সবুজ মাঠটায়।
শরত আসতো সব ভুলে ছুটে চলা এক
বালকের মাঝে, যার সদ্য শৈশব পেরোনো মন
হারাতো আকাশ নীলে।
শরত আসতো, এখনো আসে আমার
কৈশোরের গন্ধ মাখানো নীরব আঙিনায়,
শিউলি বিছানো ভেজা সবুজ ঘাসের ডগায়
থাকা এক বিন্দু শরত শিশিরে।

আর এখন এখানে, এই শহরে
শরত আসে ক্যালেন্ডারের নতুন পাতায়,
কাশফুলের রঙিন ফটোগ্রাফে।

এখানে আপনার মন্তব্য রেখে যান