The Bicycle Thief (1948)

20145cec1378-c247-4c47-9314-26270462c167

সৌভাগ্যক্রমে একটা কাজ জুটে গেলেও, অ্যান্টিনিও রিচির যে বিধি বাম! নতুন কাজের জন্য একটা সাইকেল তার অবশ্যই লাগবে। বন্দকী দেয়া নিজের এতদিনের পুরনো সাইকেলটা স্ত্রী মারিয়ার চেষ্টায় ছাড়াতে পারলেও, চাকরির প্রথম কর্মদিবসেই সেটা এক সাইকেল চোরের নেক নজর এড়াতে পারে না!

চলতে থাকে ছেলে ব্রুনোকে সাথে নিয়ে তার চুরি যাওয়া সাইকেল উদ্ধার অভিযান। সাইকেলের হদিসে হন্যে হয়ে কোথায় যায় না তারা? শেষ পর্যন্ত চোরের নাগাল পেলেও খোয়া যাওয়া ‘লাইটওয়েট ফিদে- নাইন্টিন থার্টি ফাইভ মডেল’ বাপ-বেটার নাগালের বাইরেই রয়ে যায়। এদিকে একটা সাইকেল না থাকলে কাজও থাকবে না। তাই দ্বিতীয় কোন উপায় না পেয়ে যেমন হোক সাইকেল চুরির ফন্দি আঁটে রিচি। কিন্তু তার যে বিধি বাম! সাইকেল চুরি করতে যেয়ে ধরা পড়ে যায় সে।

অসাধারণ পরিচালনা; সব চরিত্রের এক সমান অনবদ্য, সাবলীল অভিনয়। জায়গায় জায়গায় ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও মনে দাগ কাটার মতো।

মুভিঃ দি বাইসাইকেল থিফ/ বাইসাইকেল থিভস (১৯৪৮)
পরিচালকঃ ভিত্তোরিও ডি সিকা
আমার রেটিং- ৯.১/১০

এখানে আপনার মন্তব্য রেখে যান